আমাদের ক্যাম্পাস পুনর্মিলনী ২০২৫ সফলভাবে সম্পন্ন!
Created: August 10, 2025 at 11:29:28 AM
Updated: August 10, 2025 at 11:29:28 AM


গত ৫ আগস্ট আমাদের প্রিয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত অ্যালামনাই পুনর্মিলনী ২০২৫। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রায় ৪০০ জন প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং ক্যাম্পাস ভ্রমণের মাধ্যমে সবাই আবার পুরোনো দিনের মতো হাসি-আনন্দে মেতে উঠেছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থীরাও। দিনশেষে সকলকে নিয়ে এক বিশাল নৈশভোজের আয়োজন করা হয়।